আমদানি খাতে ২ বছরে ৩০ লাখ টাকার বৈদেশিক মুদ্রার ক্ষতি সত্ত্বেও খাকী কাপড় উৎপাদনে বস্ত্রশিল্প সংস্থার অনীহা কেন?
ঢাকা: বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের উদাসিনতা ও উদ্যোগের অভাবে বাংলাদেশ গত দুই বছরে খাকী কাপড় আমদানি বাবদ বৈদেশিক মুদ্রায় ৩০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চলতি সনে বৈদেশিক মুদ্রায় আরও ১৫ লক্ষ টাকা ক্ষত্রিস্ত হওয়ার ব্যবস্থা। ইতােমধ্যে সম্পূর্ণ করে রাখা হয়েছে। উল্লেখযােগ্য যে গত দু’বছরে বাংলাদেশ পুলিশ বাহিনী ৪২ লক্ষ টাকা ব্যয়ে ১৩ লক্ষ গজ খাকী কাপড় আমদানি করেছে। অথচ বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন শুধু ১০ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকার সুতা ও রং আমদানি করে উক্ত ১৩ লক্ষ গজ খাকী কাপড় তৈরি করে পুলিশ বাহিনীকে সরবরাহ করতে পারত। কর্পোরেশনকে উক্ত খাকী কাপড় তৈরির জন্য বার বার অনুরােধ করা সত্ত্বেও কর্পোরেশন ৫০ হাজার গজের বেশি খাকী কাপড় তৈরির জন্য রং আমদানির উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা বরাদ্দ করা হয়েছে। এ সত্ত্বেও কর্পোরেশন খাকী কাপড় তৈরির ব্যবস্থা না করে বৈদেশিক মুদ্রায় দেশকে ক্ষতিগ্রস্ত করেছে।২৪
রেফারেন্স:
৮ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত