You dont have javascript enabled! Please enable it! 1974.10.09 | বঙ্গবন্ধু সকাশে কক্সবাজার প্রতিনিধিদল, লবণ শিল্পের উন্নয়নে সম্ভাব্য সব রকম সাহায্যের আশ্বাস | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু সকাশে কক্সবাজার প্রতিনিধিদল, লবণ শিল্পের উন্নয়নে সম্ভাব্য সব রকম সাহায্যের আশ্বাস

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘােষণা করেন যে, তার সরকার দেশের কুটির জাত লবণ শিল্পের সঠিক উন্নয়নের নিশ্চয়তা বিধান করতে সম্ভাব্য সব কিছু এবং উৎপাদনকারী ও এর সাথে সংশ্লিষ্ট অন্যান্যের বৈধ স্বার্থ রক্ষা করবেন। আজ এক যুক্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা প্রকাশ করে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আফসার কামাল চৌধুরী, ড. সামসুদ্দিন চৌধুরী এমপি এবং লবণ উৎপাদনকারী এলাকার এমপি জনাব মােশতাক আহমদ চৌধুরী বলেন যে, বঙ্গবন্ধু কক্সবাজার মহকুমা লবণ উৎপাদনকারী এলাকাগুলাে থেকে অবিলম্বে সরকার নির্ধারিত ১৫ টাকা মণ দরে সরকার অন্যান্য আগ্রহী মহলকে অপরিশােধিত লবণ ক্রয় করার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। তার বলেন, প্রধানমন্ত্রী কুটির লবণ শিল্পের উন্নয়নের ব্যাপারে এতই আগ্রহী যে, তিনি আরাে ২ লাখ টাকা মঞ্জুর করেছেন।

লবণ উৎপাদনকারী এলাকাসমূহের উন্নয়ন ও লবণ উৎপাদনকারীদের উৎসাহকারীদের জন্য এ পর্যন্ত সর্বমােট সরকারি মঞ্জুরীর পরিমাণ দাঁড়ালাে সাড়ে ৫ লাখ টাকা। দেশের সর্বমােট লবণ পরিস্থিতির জন্য দলীয় সভাপতির নেতৃত্বে দুজন সংসদ সদস্য ও কক্সবাজারের কয়েকজন প্রখ্যাত আওয়ামী লীগ নেতা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলী, আইনমন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমদ। বঙ্গবন্ধু ধৈর্য সহকারে তাদের কথাবার্তা শােনেন এবং কুটির লবণ শিল্পের উন্নয়ন উৎপাদনকারীদের বৈধ স্বার্থের প্রতি গভীর আগ্রহ দেখান। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব সফিউল্লাহ আলােচনায় অংশগ্রহণ করেন। লবণ উৎপাদনকারী এলাকাসমূহের আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলােচনায় তারা বঙ্গবন্ধুকে জানিয়েছেন যে, আগামী দু’মাসের উৎপাদন মৌসুম শুরু হওয়া পর্যন্ত সমগ্র দেশের চাহিদা মেটানাের জন্য কক্সবাজার মহকুমা উৎপাদনকারী পর্যায়ে এখন প্রচুর অপরিশােধিত লবণ রয়েছে। তারা বলেন, জরুরি ভিত্তিতে এখন সুষ্ঠু বণ্টন ও মার্কেটিং ব্যবস্থা প্রয়ােজন। তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে লবণ অভাবে সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর সীমাহীন মুনাফা লােটা প্রভৃতি। তারা আরাে অভিযােগ করেন যে, দেশের এই সংকটজনক সময়ে বাংলাদেশ লবণ পেশায় ফেডারেশনকে একচেটিয়াভাবে লবণ ব্যবসায়ের ভাগ দেয়ায় পরিস্থিতির আরাে অবনতি ঘটেছে।২৮

পৃষ্ঠা: ৫৫০

রেফারেন্স:

৯ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত