মজুতদার ও চোরাকারবারীদের কঠোর আঘাত হানা হবে: বঙ্গবন্ধু
ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, কালােবাজারী, মজুতদার ও চোরাকারবারীরা হুঁশিয়ার, তােমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সােমবার সকালে পক্ষকালব্যাপী জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরাক সফর শেষ করে ঢাকা প্রত্যাবর্তনের পর বিমান বন্দরে সাংবাদিকদের সাথে আলােচনাকালে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে প্রয়ােজনীয় আলাপ আলােচনা করবেন। এবং যারা মূল্য বৃদ্ধির জন্য দায়ী তাদের প্রতি কঠোর আঘাত হানবেন। প্রধানমন্ত্রী জানান, সরকার বর্তমান খাদ্য সংকট এবং আকাশচুম্বি মূল্য পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তিনি আরাে বলেন, সরকার জনগণের এই দুর্দশা লাঘবে সম্ভাব্য কোন ব্যবস্থা গ্রহণেই পিছপা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশে প্রায় আড়াই লাখ টন খাদ্যশস্য পাঠাবে বলে বঙ্গবন্ধু তথ্য প্রকাশ করেন। খাদ্য পরিস্থিতি নিয়ে মহাসচিব কুট ওয়াল্ডহেইমের সাথে তার প্রয়ােজনীয় আলাপ হয়েছে বলে তিনি জানান। বঙ্গবন্ধু বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত খাদ্যমূল্য পরিবর্তিত হলেও সরকার দেশের প্রয়ােজন মেটাতে প্রয়ােজনীয় খাদ্যশস্য জোগাড় করতে বদ্ধপরিকর বলে প্রধানমন্ত্রী সকলকে আশ্বাস দেন।২০
রেফারেন্স:
৭ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত