তার যােগাযােগ ব্যবস্থা উন্নয়নে জাতিসংঘের সাহায্য চাওয়া হবে
ঢাকা: ডাক, তার ও টেলিযােগাযােগ দফতর প্রতিমন্ত্রী জনাব কে এম ওবায়দুর রহমান দু’দিন ব্যাপী বিশ্ব ডাক ইউনিয়নের শত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যােগদানের উদ্দেশ্যে গতকাল রবিবার ঢাকা থেকে সুইজারল্যান্ড রওয়ানা হয়ে গেছেন। আগামী ৯ অক্টোবর সেখানে এই উৎসব শুরু হবে। যাত্রার প্রাক্কালে ঢাকা বিমান বন্দরে জনাব ওবায়দুর রহমান সাংবাদিকদের বলেন যে, বাংলাদেশে টেলিযােগাযােগ পদ্ধতি উন্নয়নের জন্য জাতিসংঘের কাছে আরাে সাহায্য চাওয়া হবে। তিনি বলেন যে, তিনি আন্তর্জাতিক টেলিফোন ইউনিয়নের সাধারণ সম্পাদকের সাথে সাক্ষাৎ করে তাকে বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ সমস্যা সম্পর্কে অবগত করেন।
দেশে যে সব প্রশিক্ষণ বিদ্যালয় রয়েছে সেগুলাে উচ্চতর প্রশিক্ষণে নিয়মিত প্রতিষ্ঠানের উন্নতি করার জন্য তিনি জাতিসংঘের নিকট দক্ষ কারিগরি সমেত ব্যাপক কারিগরি সাহায্য চাইবেন। প্রতিমন্ত্রী বলেন যে, এরূপ প্রশিক্ষণের জন্য ইতােমধ্যেই আমরা কতগুলাে ফেলােশিপ পেয়েছি এবং আরাে ফেলােশিপ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন যে, উক্ত অনুষ্ঠানে যােগদানকারী বিভিন্ন দেশের তার যােগাযােগ দফতরের মন্ত্রীদের সাথেও তিনি সাক্ষাৎ করবেন। এখানে উল্লেখ্য যে, বাংলাদেশ বিশ্ব ডাক ইউনিয়নের ৪০ সদস্য বিশিষ্ট কন্সালটেটিভ কমিটির সদস্য। এর আগে ডাক্তার ও টেলিযােগাযােগ দফতর ডিরেক্টর উক্ত অনুষ্ঠানে যােগদানের উদ্দেশ্যে ঢাকা থেকে সুইজারল্যান্ড রওয়ানা হয়ে যান। জনাব ওবায়দুর রহমান আগামী ১৬ অক্টোবর ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।১৭
রেফারেন্স:
৬ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত