সমাজতন্ত্রের লক্ষ্যে পৌঁছাতে হলে পরিকল্পিত পদ্ধতি অনুসরণ করতে হবে
ঢাকা: কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদের মতে সমাজতন্ত্রের লক্ষ্যে পৌঁছাতে হলে বাংলাদেশকে অবশ্যই পরিকল্পিত অর্থনৈতিক পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থনীতির অগ্রগতি ব্যতীত সমাজতন্ত্রে পৌছানাে কোনমতেই সম্ভব নয় বলে তিনি মতাে প্রকাশ করেন। জনাব আবদুস সামাদ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তৃতা করছিলেন। জিডিআর-বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি জনাব নূর মােহাম্মদ মিয়া এতে সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যমন্ত্রী জনাব আবদুল মান্নান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রধান জনাব মণি সিং, বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক, মাে-ন্যাপের সাধারণ সম্পাদক জনাব পঙ্কজ ভট্টাচার্য এবং মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক হাজী গােলাম মাের্শেদ।
প্রধান অতিথির ভাষণে জনাব আবদুস সামাদ আশা প্রকাশ করেন যে, জার্মান ও বাংলাদেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যকার বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরাে জোরদার হবে। স্বাস্থ্যমন্ত্রী জনাব আবদুল মান্নান তার বক্তৃতায় বলেন, যুদ্ধোত্তর বাংলাদেশের অর্থনৈতিক পুনর্বাসনে জিডিআর সরকারের সাহায্য ও সহযােগিতা ভুলবার নয়। বাংলাদেশে নিযুক্ত জিডিআর দূত মি. লুথার ওয়েঞ্জল বলেন, তার সরকার বিশ্ব শান্তির সপক্ষে চিরকাল সংগ্রাম করে যাবে। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও জিডিআরের সম্পর্ক আরাে জোরদার হবে।১৮
রেফারেন্স:
৬ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত