You dont have javascript enabled! Please enable it! 1974.10.06 | সমবায় প্রতিমন্ত্রীর নির্দেশে কর্ণফুলীতে ৩শ বস্তা লবণ আটক | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

সমবায় প্রতিমন্ত্রীর নির্দেশে কর্ণফুলীতে ৩শ বস্তা লবণ আটক

চট্টগ্রাম: স্থানীয় স্বায়ত্তশাসন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব আবদুল মােমিন তালুকদার গত শুক্রবার কর্ণফুলী নদীতে ৩শত বস্তা লবণ বােঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করার নির্দেশ দেন। নৌকাটি চট্টগ্রামের চকোরিয়া থেকে বেআইনীভাবে লবণ বােঝাই করে কালােবাজারে বিক্রির জন্য চাঁদপুরে যাচ্ছিল। প্রতিমন্ত্রী মহােদয় চট্টগ্রাম সামুদ্রিক বন্দরের দক্ষিণে অবস্থিত গহিরায় স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতিকে দেয়া নৌকার ইঞ্জিন এবং মাছ ধরার অন্যান্য সরঞ্জাম যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা তা পরিদর্শনের জন্য এক আকস্মিক সফরে সেখানে যান। ওই সময় কতিপয় ইঞ্জিন চালিত নৌকা পরীক্ষা করতে গিয়ে প্রতিমন্ত্রী একটি ইঞ্জিনচালিত নৌকায় বেআইনীভাবে রক্ষিত লবণ দেখতে পান। এবং নৌকার মাঝিদের জিজ্ঞাসাবাদ করেন। কোন সদুত্তর না পেয়ে প্রতিমন্ত্রী তাদের আটক করার জন্য তার সাথে কর্তব্যরত পুলিশদিগকে নির্দেশ প্রদান করেন। পরে আটক নৌকাটি ও মাঝিদেরকে চট্টগ্রাম বন্দর পুলিশের নিকট সােপর্দ করা হয়।১৯

রেফারেন্স:

৬ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত