প্রস্তাবিত বাংলাদেশ কনসাের্টিয়াম ৩শ কোটি টাকা ঋণ দেবে
ঢাকা: বিশ্ব ব্যাংকের উদ্যোগে চলতি মাসের শেষের দিকে উন্নত দেশগুলাের সমন্বয়ে প্যারিসে যে বাংলাদেশ সাহায্য কনসাের্টিয়াম গঠিত হচ্ছে তা চলতি আর্থিক বছরের জন্য বাংলাদেশকে ন্যুনতমপক্ষে ৩শ কোটি টাকা সহজ শর্তে ঋণ দেয়ার সিদ্ধান্ত নেবে বলে ঢাকার কূটনৈতিক মহল। সূত্রে জানা গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলাে মােট উল্লেখযােগ্য অংশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। অবশ্য সৌদি আরব ও লিবিয়া বাংলাদেশকে যে ঋণ ও সাহায্য দান করবে তা কনসাের্টিয়ামে প্রভাবিত মঞ্জুরীর মধ্যে ধরা হয়নি। লিবিয়া ও সৌদি আরব স্বতন্ত্রভাবে বাংলাদেশকে সাহায্য প্রদান করবে। প্রসঙ্গত উল্লেখযােগ্য এই দুটি দেশ শীঘ্রই বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে বলে কূটনৈতিক মহল আশা পােষণ করেন। কনসাের্টিয়ামের অর্থ বরাদ্দ ডিসেম্বরের পূর্বেই পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। ফলে আগামী বছরের প্রথম থেকেই দেশের অর্থনৈতিক ও শিল্প উন্নয়ন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।১৪
পৃষ্ঠা: ৫৪৩
রেফারেন্স:
৫ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত