You dont have javascript enabled! Please enable it! 1974.10.04 | পাকিস্তানের সাথে সম্পর্ক সম্পদ বণ্টনের ওপর নির্ভর করছে: বঙ্গবন্ধু | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

পাকিস্তানের সাথে সম্পর্ক সম্পদ বণ্টনের ওপর নির্ভর করছে: বঙ্গবন্ধু

লন্ডন: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে বলেন যে, তার দেশ ও পাকিস্তানের সম্পর্ক দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিরােধ নিষ্পত্তির ওপর নির্ভর করছে। তিনি লন্ডন বিমান বন্দরে এক স্বল্পকালীন বিরতিকালে সাংবাদিকদের সাথে আলােচনাকালে প্রসঙ্গত আরও বলেন, আমরা আমাদের সম্পত্তির ন্যায্য পাওনা চাই। আমরা কারও কাছ থেকে কোনাে কিছু ভিক্ষা চাই না। বঙ্গবন্ধু আরও বলেন যে, বাংলাদেশ উপমহাদেশের দেশগুলাের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করে তােলার জন্য বহু কিছু করেছে। পাকিস্তানি যুদ্ধাপরাধীদের মুক্তিদানের সিদ্ধান্ত একটি মহানুভবতার কাজ এখন পাকিস্তানের উচিত এই বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছার প্রতি এগিয়ে আসা। তিনি অপর এক প্রশ্নের উত্তরে বলেন যে, প্রতিবেশী প্রত্যেকটি দেশের সাথে বাংলাদেশের উত্তম সম্পর্ক রয়েছে। চীনের সাথে এখন বাংলাদেশের সরাসরি সম্পর্ক স্থাপিত হয়েছে। এবং শীঘ্রই দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বঙ্গবন্ধু বিমান বন্দরে আলজেরিয়ার সরকারের দেয়া ১০ লক্ষ ডলারের চেক এবং লেবাননী সরকারের দেয়া অপর একটি ৫ লক্ষ ডলারের চেক গ্রহণ করেন। এই অর্থ বন্যা দুর্গতদের সাহায্যার্থে দেয়া হয়েছে।১২

রেফারেন্স:

৪ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত