You dont have javascript enabled! Please enable it! 1971.05.19 | ১৯ মে বুধবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

১৯ মে বুধবার ১৯৭১

প্রাদেশিক জামায়াতে ইসলামীর মহাসচিব আবদুল খালেক ও শ্রম সচিব মােহাম্মদ শফিউল্লাহ এক যুক্ত বিবৃতিতে বলেন, পাকিস্তানবিরােধী দুষ্কৃতকারী ও বিচ্ছিন্নতাবাদীদের ত্রাসের রাজত্ব শেষ হয়েছে। পাকিস্তানের বীর সেনাবাহিনী। সময়মতাে ব্যবস্থা নেওয়ায় সহজেই পরিস্থিতি আয়ত্তে এসেছে। সেনাবাহিনী বিচ্ছিন্নতাবাদীদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর। আমরা তাদের উৎখাত করতে সেনাবাহিনীকে সাহায্য করার জন্য পূর্ব পাকিস্তানের মুসলমানদের এগিয়ে আসার আবেদন জানাচ্ছি। ইনশা আল্লাহ পাকিস্তান একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে। টিকে থাকবে। জমিয়তে উলামায়ে ইসলামের প্রাদেশিক প্রধান পীর মােহসেন উদ্দিন দুদুমিয়া লাহােরে বলেন, পূর্ব পাকিস্তানে স্বাভাবিক অবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ঢাকায় সামরিক শাসন কর্তৃপক্ষ ঘােষণা করেন রংপুর জেলার তিন জন জাতীয় পরিষদ সদস্য নূরুল হক আজিজুর রহমান ও ডা. আবু সােলায়মান আওয়ামী লীগের সাথে সম্পর্কচ্ছেদের কথা ঘােষণা করেছেন। জাতিসংঘের মহাসচিব উ থান্ট নিউইয়র্কে বলেন, পূর্ব পাকিস্তান থেকে দলে দলে শরণার্থী ভারতে উপস্থিত হওয়ায় জাতিসংঘ বিশেষভাবে চিন্তিত। এখনও দলে দলে শরণার্থী ভারতে আসছে। এদের মধ্যে বহু শিশু ও মহিলা রয়েছে। তাদের দুঃখ-দুর্দশার অন্ত নেই । পূর্ব পাকিস্তান থেকে যে অসংখ্য লােক ভারতে চলে আসছে এবং তাদের আশু সাহায্যের যে খুবই প্রয়ােজন তাতে কোনাে সন্দেহ। নেই। আমি একান্তভাবে আশা করি, এসব হতভাগ্য লােককে যথা শীঘ্র স্বেচ্ছায় ফিরিয়ে নেওয়া হবে।  এটা সুস্পষ্ট যে, যতদিন না তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে ততদিন আপদকালীন ভিত্তিতে ব্যাপক বৈদেশিক সাহায্যের প্রয়ােজন হবে। এ জন্য ভারত সরকার আমার ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাছে যত শিগগির সম্ভব শরণার্থীদের সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে। আমি জাতিসংঘের সমস্ত সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সরকার, আন্তঃসরকারি ও বেসরকারি সংস্থা এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলাের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন বর্তমান মর্মন্তুদ পরিস্থিতিতে মানবকল্যাণের কাজে সাহায্য করার জন্য এগিয়ে আসে।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান