You dont have javascript enabled! Please enable it!

১২ মে বুধবার ১৯৭১

মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি বাংলাদেশ সমস্যার সমাধান না। হওয়া পর্যন্ত পাকিস্তানে সাহায্য বন্ধ রাখার আহ্বান জানান। বাংলাদেশে মার্কিন বিমান ও ট্যাঙ্ক ব্যবহার সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানের কাছে উদ্বেগ প্রকাশ করে।  মার্কিন কংগ্রেসম্যান কর্নেলিয়াস গ্যালাঘর প্রতিনিধি সভায় বাংলাদেশ সমস্যাটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলাের প্রতি আহ্বান জানান।   জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের আহ্বান জানিয়ে বলেন, পূর্ব বঙ্গের বাঙালিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের সংগ্রামকে উপেক্ষা করার কোনাে অবকাশ নেই। | এসােসিয়েটডে প্রেস অব আমেরিকার বিশেষ প্রতিবেদক ঢাকা সফর শেষে খবর দেন, শকুনের দল এত খেয়েছে যে, তাদের আর উড়ার শক্তি নেই। মার্চ থেকে প্রায় ৫ লাখ বাঙালির মৃতদেহ তারা খাদ্য হিসেবে পেয়েছে। তবে দায়িত্বশীল মহলের হিসেবে মৃত্যের সংখ্যা ১০ লাখের উপর। পাকিস্তানি সেনাবাহিনী সকালে চট্টগ্রাম-ঢাকা রােডের শুভপুর সেতু দখলের উদ্দেশ্যে ট্যাঙ্ক ও কামান নিয়ে মুক্তিবাহিনীর ওপর আক্রমণ করে। সারাদিন যুদ্ধের পর মুক্তিযােদ্ধারা সেতু ত্যাগ করে। ঢাকায় সামরিক শাসন কর্তৃপক্ষ ঘােষণা করে, পাকিস্তানি সেনাবাহিনী মুক্তিবাহিনীর কাছ থেকে সুনামগঞ্জ আয়ত্তে এনেছে।  পাকিস্তান ডেমােক্রেটিক পার্টির প্রধান নূরুল আমিন বলেন, পূর্ব পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে কোনাে রাজনৈতিক সমাধানের প্রশ্ন ওঠে না। প্রদেশের রাজনৈতিক পরিস্থিতি জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের উপযােগী না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী শাসন কোনাে উপকারে আসবে না। এখন অন্তর্বর্তী শাসন জারি করা হলে পূর্ব পাকিস্তানে কার কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে?  নিমলিখিত ব্যক্তিদের আহ্বায়ক করে নারায়ণগঞ্জে শান্তি কমিটির বিভিন্ন শাখা গঠন করা হয়। আবদুল আজিজ সরদার-নারায়ণগঞ্জ শহর, আলতাফ হােসেন-গােদনাইল, এম, এ, বাসেত-হাজিগঞ্জ, লতিফ সরদার-খানপুর (পশ্চিম), সুলতান খানখানপুর, গােলাম রব্বানী খান—চাষাড়া, জহির হােসেন-দেওভােগ, এস, এ. হালিম-নারায়ণগঞ্জ, লালমিয়া-শীতলক্ষ্যা, মােহাম্মদ আলী-বন্দর, হাজী এ. লতিফ-কদমরসুল, মহিউদ্দিন আহমদ-নবীগঞ্জ ও হাজী আবদুল রফিক-ধামগড়।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!