১০ মে সােমবার ১৯৭১
শান্তি কমিটির আরও কয়েকটি জেলা ও মহকুমা শাখা গঠিত হয়। নবগঠিত কমিটির আহ্বায়করা হচ্ছেন কুমিল্লা-সাবেক এম, এন, এ. আজিজুর রহমান, খুলনা-মওলানা এ, কে, এম, ইউসুফ, যশাের-সৈয়দ শামসুর রহমান, রংপুর-সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-সাবেক এম. এল. এ আলহাজ্ব এম, আবদুস সালাম, নাটোর-মৌলবী গাউস উদ্দিন ও সাবেক এম. পি. এ. আবদুস সাত্তার খান চৌধুরী, নবাবগঞ্জ (ঢাকা)-ডা, শফিউদ্দিন আহমদ, বরিশাল-এডভােকেট নূরুল হক মজুমদার, পটুয়াখালী-এডভােকেট এ, কে, ফজলুল হক চৌধুরী, টাঙ্গাইল-এডভােকেট জুলমত আলী খান, ময়মনসিংহ-এ, কে, এম, মুজিবুল হক ও পাবনা-সাবেক এম, এন, এ. বেনজীর আহমদ। কক্সবাজারের পতন ঘটে। হাতিয়ায় মুক্তিবাহিনীর ওপর পাক সেনাদলের আক্রমণ।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান