You dont have javascript enabled! Please enable it!

৭ মে শুক্রবার ১৯৭১

রাওয়ালপিন্ডিতে এক প্রেসনােটে বলা হয়, গত ২৬ মার্চ পর্যন্ত দেশের সংবাদপত্রগুলাে প্রকৃতপক্ষে সম্পূর্ণ বাকস্বাধীনতা ভােগ করছিল। ঐ সময় থেকে দেশে এক উদ্বেগজনক জরুরি অবস্থার উদ্ভব ঘটে এবং পরিস্থিতি সম্পূর্ণভাবে পাল্টে যায়। জাতি আজ এক মহাসঙ্কটে পড়েছে। পরিস্থিতির অবনতি রােধের উদ্দেশ্যে সরকার ৭৭ নং সামরিক বিধি জারি করেছে। এতে পাকিস্তানের সংহতির পক্ষে ক্ষতিকর এবং জনগণের মধ্যে ভীতি বা হতাশা সৃষ্টি অথবা বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করবে—এমন কিছু ছাপা ও প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে। সংবাদপত্রগুলােকে অক্ষরে অক্ষরে এ বিধি মেনে চলতে হবে। সংবাদ প্রকাশের আগে ও বিধি মােতাবেক নিয়ােজিত সেন্সর কর্তৃপক্ষের কাছ থেকে তা বৈধ করিয়ে নিতে হবে। এ বিধি লঙ্ন করলে তাদের শাস্তি পেতেই হবে।  নিখিল পাকিস্তান মুসলিম লীগের সাবেক সভাপতি ও প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী। খান বাহাদুর সৈয়দ মােহাম্মদ আফজালকে প্রধান করে পিরােজপুর মহকুমা শান্তি কমিটি গঠন করা হয়।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান