You dont have javascript enabled! Please enable it! 1971.05.06 | ৬ মে বৃহস্পতিবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

৬ মে বৃহস্পতিবার ১৯৭১

সিনেটর ওয়াল্টার মন্ডেল মার্কিন সিনেটে বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর গৃহযুদ্ধ পূর্ব পাকিস্তানের জনগণকে ভয়ঙ্কর এক দুর্যোগের মুখােমুখি দাঁড় করিয়েছে। এ অবস্থায় একমাত্র যুক্তরাষ্ট্র ও অন্যান্য সরকারের গৃহীত জরুরি পদক্ষেপই লক্ষ লক্ষ মানুষকে আসন্ন মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে রাওয়ালপিন্ডিতে একজন সরকারি মুখপাত্র তথ্য প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ ২৬ মার্চ শেষ রাতকে সশস্ত্র অভ্যুত্থান ও আনুষ্ঠনিকভাবে স্বাধীন বাংলাদেশ প্রজাতন্ত্র’ ঘােষণার সময় নির্ধারণ করেছিল। তারা পশ্চিম পাকিস্তানের সাথে সেনাবাহিনীর বিমান ও সমুদ্র পথের সংযােগস্থল ঢাকা ও চট্টগ্রাম দখলের পরিকল্পনা নিয়েছিল। কিন্তু সেনাবাহিনী আওয়ামী লীগের নির্ধারিত সময়ের মাত্র কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে সামরিক তৎপরতা শুরু করে এবং ২৫ ও ২৬ মার্চের মধ্যবর্তী মাঝরাতের আগেই ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে দেশকে রক্ষা করে। মুখপাত্র আরও বলেন, এ সময় আওয়ামী লীগ বিচ্ছিন্নতার প্রস্তুতি নিচ্ছিল। শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তরের সমস্ত পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রেসিডেন্ট এ সময়  সেনাবাহিনীকে তাদের কর্তব্য পালন ও সরকারি কর্তৃত্ব সম্পৰ্ণভাবে পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। মুখপাত্র আরও বলেন, বেআইনি ঘােষিত আওয়ামী লীগের উদ্যোগ কত সুপরিকল্পিত ও সুসংগঠিত ছিল ২৫ ও ২৬ মার্চের রাতের ঘটনাবলি থেকেই তা বােঝা যায়। ২৫ ও ২৬ মার্চ রাতে জগন্নাথ হলাে থেকে মর্টারের গােলা বর্ষিত হয়েছে। ২৫ মার্চ রাতে মাত্র তিন ঘণ্টার মধ্যে সমগ্র ঢাকায় অসংখ্য ব্যারিকেড রচনা করা হয়েছিল।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান