৩ মে সােমবার ১৯৭১
‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক সাত জন ছাত্রনেতাকে আগামী ১০ মে সকাল ৮টার মধ্যে ঢাকার উপ-সামরিক আইন প্রশাসকের সামনে হাজির হবার নির্দেশ দেন। এরা হচ্ছেন (১) ডাকসুর সহ-সভাপতি আ, স, ম, আবদুর রব, (২) ডাকসুর সাধারণ সম্পাদক-আবদুল কুদুস মাখন, (৩) ছাত্রলীগের সভাপতি-নূরে আলম সিদ্দিকী, (৪) ছাত্রলীগের সাধারণ সম্পাদক-শাজাহান সিরাজ, (৫) কামরুল আনাম খসরু, (৬) মােস্তফা মহসিন মন্টু ও (৭) সেলিম মহসিন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক আবদুস সালাম মুক্তাঞ্চল থেকে এক বিবৃতিতে বাংলাদেশ সরকারকে স্বীকৃতিদানের জন্য প্রগতিশীল গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক সরকারগুলাের প্রতি আহ্বান জানান। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন ও সম্ভাব্য সব ধরনের সহযােগিতা দানের জন্য বিশ্বের গণতান্ত্রিক শক্তিসমূহের প্রতি আবেদন জানান।
হেলসিংকিতে সােস্যালিস্ট ইন্টারন্যাশনাল কাউন্সিলের সম্মেলনে গৃহীত বাংলাদেশ সম্পর্কিত এক প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতি ও একটি মীমাংসার জন্য আলােচনা শুরু করার অনুরােধ জানানাে হয়। প্রস্তাবে শেখ মুজিবুর রহমানসহ রাজনৈতিক বন্দীদের অবস্থা সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশের জনগণের সাহায্যের লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি অনুরােধ জানানাে হয়। সিনেটর এডওয়ার্ড কেনেডি যুক্তরাষ্ট্রের সিনেটে বাংলাদেশের ব্যাপারে প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আবেদন জানান। তিনি বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের জন্য ভারত সরকার যে আবেদন জানিয়েছে। তার প্রতি সাড়া দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানান।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান