২৭ জুন রবিবার ১৯৭১
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং নয়াদিল্লিতে বলেন, ভারত সবসময়ই বাংলাদেশ সঙ্কটের একটি সন্তোষজনক রাজনৈতিক সমাধান আশা করে আসছে। শরণার্থী আগমনের ফলে ভারতে যে সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে। তার জন্য শরণার্থীদের নির্বিঘ্নে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য ভারতকে প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণ করতে হতে পারে। এয়ার মার্শাল (অব.) আসগর খান করাচি থেকে ঢাকায় আসেন। | সাবেক প্রাদেশিক মন্ত্রী ডি, এন, বাড়ােড়ী এক বিবৃতিতে পাকিস্তানের। অখণ্ডতার প্রতি তার আস্থার কথা পুনর্ব্যক্ত করে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করতে ভারতকে রাজি করানাের জন্য বিভিন্ন রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। ওয়াশিংটনে জনৈক মার্কিন কর্মকর্তা বলেন, প্রধান সাহায্যদাতা দেশগুলাে পাকিস্তানে নতুন অর্থনৈতিক সাহায্যের বিবেচনা কয়েক মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে যুক্তরাষ্ট্র রাজনৈতিক কারণে পাকিস্তানকে অর্থনৈতিক সাহায্য দেওয়া বন্ধ রাখছে না।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান