You dont have javascript enabled! Please enable it! 1971.06.26 | ২৬ জুন শনিবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

২৬ জুন শনিবার ১৯৭১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৩ জন অধ্যাপক এক যুক্ত বিবৃতিতে দেশের সংহতি ও অখণ্ডতা রক্ষায় পাকিস্তানি সেনাবাহিনীর সময়ােচিত ব্যবস্থা গ্রহণের গভীর প্রশংসা করেন। দেশের অখণ্ডতা বিপন্ন করার জন্য চরমপন্থীদের (আওয়ামী লীগ ও মুক্তিবাহিনী) অপপ্রয়াসের তীব্র নিন্দা করেন। বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত উপাচার্য ও আইন ফ্যাকাল্টির ডিন ইউ, এন, সিদ্দিকী, ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক ড. আবদুল করিম, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ড. এম বদরুদ্দোজা, ইসলামি ইতিহাসের মােহাম্মদ ইনামুল হক, রাষ্ট্রবিজ্ঞানের প্রধান ড. রফিকুল ইসলাম চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানের রিডার মােঃ আনিসুজ্জামান, ইংরেজির খােন্দকার রেজাউর   রহমান, রাষ্ট্রবিজ্ঞানের সৈয়দ কালাম মােস্তফা ও এম. এ. জিন্নাহ, ইতিহাসের রফিউদ্দিন, রসায়নের প্রধান অধ্যাপক এ. কে. এম, আহাদি, সমাজবিজ্ঞানের রুহুল আমিন, বাণিজ্যের প্রধান এম, আলী ইমদাদুল খান, ইতিহাসের হােসেন মােঃ ফজলে দাইয়ান, বাংলার মােঃ দিলওয়ার হােসেন, সংখ্যাতত্ত্বের আবদুর রশিদ, ইতিহাসের রিডার মুকাদ্দাসুর রহমান, ইতিহাসের আহসানুর কবির, অর্থনীতির শাহ মােঃ হুজ্জাতুল ইসলাম, ইংরেজির প্রধান মােহাম্মদ আলী, পদার্থবিদ্যার রিডার এজাজ আহমদ, গণিতের এস, এম, হােসেন, গণিতের রিডার জেড, এইচ. চৌধুরী, সংখ্যাতত্ত্বের হাতিম আলী হাওলাদার, বাংলার রিডার ড. মােঃ আবদুল আওয়াল, বাংলার মােঃ মনিরুজ্জামান ও মনিরুজ্জামান হায়াৎ, ইতিহাসের আবদুস সায়ীদ, অর্থনীতির মােঃ মুস্তফা, ইতিহাসের সুলতানা নিজাম, ইতিহাসের রিডার ড. জাকিউদ্দিন আহমদ এবং ফাইন আর্টসের আবদুর রশিদ হায়দার। | চিলির প্রেসিডেন্ট ড, সালভেদর আলেন্দে জাতিসংঘের মহাসচিব উ থান্টের কাছে পাঠানাে এক পত্রে ভারতে আশ্রয়গ্রহণকারী বাংলাদেশের নাগরিকদের দুঃখদুর্দশার সাথে একাত্মতা প্রকাশ করে অবিলম্বে শরণার্থীদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ভারতে আশ্রয়প্রার্থী বাংলাদেশের শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৬৩ লাখ ২৫ হাজার ৯শ ৯৮ জন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান