২৫ জুন শুক্রবার ১৯৭১
বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম জেদ্দায় ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব টেংকু আবদুর রহমানের কাছে পাঠানাে এক তারবার্তায় বাংলাদেশে চলমান গণহত্যা বন্ধের জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। জেদ্দায় অনুষ্ঠিত ২২ জাতি ইসলামি সম্মেলনে পাকিস্তানের জাতীয় ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করা হয়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং লােকসভায় বক্তৃতাকালে বাংলাদেশে আন্তর্জাতিক সেনাবাহিনী প্রেরণের আহ্বান জানান। খুলনা, কুমিল্লা ও কুষ্টিয়া সীমান্তে মুক্তিবাহিনীর সাথে পাকবাহিনীর সংঘর্ষ হয়।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান