You dont have javascript enabled! Please enable it! 1971.06.23 | ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে - সংগ্রামের নোটবুক

২৩ জুন বুধবার ১৯৭১

ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নেতা। বাংলাদেশ প্রশ্নে রাজনৈতিক মীমাংসার জন্য অন্য কোনাে পক্ষের সাথে নয়, তার সাথেই আলােচনা করা উচিত। মিসেস গান্ধী। এ ব্যাপারে আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমানের সাথে আলােচনা করার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এ. এইচ. এম. কামরুজ্জামান এক বিবৃতিতে বাংলাদেশ প্রশ্নে একটি রাজনৈতিক সমঝােতা না হওয়া পর্যন্ত পাকিস্তানকে সাহায্যদানকারী কনসাের্টিয়াম কর্তৃক পরবর্তী সাহায্য ও ঋণ স্থগিত রাখার সিদ্ধান্ত কে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের জনগণ আশা করে দখলদার সেনাবাহিনীকে প্রত্যাহার না করা পর্যন্ত কনসােটিয়াম পাকিস্তানকে সাহায্য প্রদান বন্ধ রাখবেন। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো কোয়েটায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য পিপলস পার্টি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে কতিপয় সুপারিশ সংবলিত একটি প্রস্তাব পেশ করেছে। পাকিস্তান ডেমােক্রেটিক পার্টির সহ-সভাপতি মাহমুদ আলী পাকিস্তান সরকারের বিশেষ দূত হিসেবে পূর্ব পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে বিশ্বকে অবহিত করার উদ্দেশ্যে মাসব্যাপী বিদেশ সফর শুরু করেন। মুক্তিবাহিনী কুষ্টিয়ার মহেশকান্দি ও যশােরের বেনাপােলে পাকিস্তান বাহিনীর ঘাঁটির ওপর আক্রমণ চালায়। যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী এ্যালেক ডগলাস হিউম কমন্স সভায় বলেন, পাকিস্তানে পুরনাে প্রকল্পগুলাের জন্য ব্রিটিশ অনুদান অব্যাহত  থাকবে তবে সেখানে কোনাে রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত নতুন করে সাহায্যদান বন্ধ থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. আর, মল্লিক কলকাতায় স্থানীয় বুদ্ধিজীবীদের এক সমাবেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৈতিক সমর্থনদানের জন্য ভারতীয় জনগণ ও বুদ্ধিজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে এই সাহায্য-সহযােগিতা চিরভাস্বর হয়ে থাকবে।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান