২১ জুন সােমবার ১৯৭১
বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী এম মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এক ভাষণে বলেন, আমাদের এ সংগ্রাম সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। বাঙালির এই অর্থনৈতিক মুক্তির দাবিতে প্রণীত হয়েছিল ৬ দফা কর্মসূচি। এই ৬ দফাই আমাদের মুক্তির একমাত্র সনদ। পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গােলাম আজম। লাহােরে জামায়াত কর্মীদের এক সভায় বলেন, দেশকে খণ্ড-বিখণ্ডিত হবার হাত থেকে রক্ষা করার জন্য সামরিক ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোনাে বিকল্প ব্যবস্থা ছিল না। তিনি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ধ্বংস করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেন, বেআইনি আওয়ামী লীগের সাম্প্রতিক গােলযোেগ ১৮৫৭ সালে সংঘটিত বাংলার বিদ্রোহ-আন্দোলনের চেয়ে ১০ গুণ শক্তিশালী। ছিল। পাকিস্তানি সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খান ঢাকায় আসেন।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান