You dont have javascript enabled! Please enable it!

২০ জুন রবিবার ১৯৭১

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শ্রীনগরে এক জনসভায় বলেন, পূর্ববঙ্গ থেকে শরণার্থী আসার ফলে ভারত নতুন নতুন সমস্যার মুখােমুখি হচ্ছে। তিনি বলেন, পূর্ববঙ্গের বর্তমান পরিস্থিতি থেকে উদ্ভূত সমস্যা কেবল ভারত ও পাকিস্তানের সমস্যা নয়, এ সমস্যা বিশ্ববাসীরও। এ সমস্যা সমাধানে মানবিক কারণে বিশ্ববাসীর এগিয়ে আসা উচিত।  ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম জলন্ধরে বলেন, পূর্ববঙ্গের সঙ্কটের ফলে ভারতের ওপর হয়তাে জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হতে পারে। তিনি সামরিক বাহিনীকে যে-কোনাে পরিস্থিতি মােকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত লঘনের অভিযােগ করে বলেন, আমরা শান্তিপ্রিয় দেশ। আমরা সবসময় যুদ্ধ এড়িয়ে যেতে চাই। কিন্তু পাকিস্তান এমন পরিস্থিতি সৃষ্টি করছে যার ফলে জোর করে আমাদের ওপর হয়তাে যুদ্ধ চাপিয়ে দেওয়া হতে পারে। | পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো কোয়েটায় সাংবাদিকদের বলেন, দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক দুর্ভাগ্যজনক ঘটনাবলির জন্য তিনি গভীরভাবে উদ্বিগ্ন। পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক গােলাম আজম লাহােরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্ব পাকিস্তানিরা রাজনৈতিকভাবে অনুভব করেন, প্রশাসনে তাদের সমানাধিকারকে অস্বীকার করা হয়েছে এবং যারা পাকিস্তানের আদর্শে বিশ্বাসী নয় তারা এই মনােভাবকে কাজে লাগিয়েছে। এছাড়া যুক্ত নির্বাচন প্রবর্তনের ফলে পূর্ব পাকিস্তানের বহু অমুসলিম থাকার জন্য রাজনৈতিক দলগুলাে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণের সুযােগ লাভ করে। বেআইনি।

আওয়ামী লীগ তার অন্যতম। গােলাম আজম বলেন, শেখ মুজিবুর রহমানের বিচ্ছিন্ন হবার ইচ্ছা ছিল কিন্তু তিনি কখনাে তা উত্থাপন করেননি। তবে তার ৬ দফা স্বাধীনতার পথ সুগম করে দিত। তিনি বলেন, মওলানা ভাসানী প্রকাশ্যে বিচ্ছিন্নতার দাবি তােলেন। অধ্যাপক মােজাফফর আহমদ ও আতাউর রহমান খানের দল তাকে সমর্থন জানায়। এরা এমন পরিস্থিতির সৃষ্টি করেন যার ফলে শেখ মুজিবুর রহমানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পথ সুগম হয় । বিচ্ছিন্নতার অপরাধে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তাদের আটক করা হয়নি। বর্তমানে এসব নেতা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালাচ্ছেন। তিনি বলেন, দুষ্কৃতকারীরা এখনও পূর্ব পাকিস্তানে তৎপর রয়েছে। তাদের মােকাবিলা করার জন্য জনগণকে অস্ত্র দেওয়া উচিত। তিনি বলেন, থিওরি অনুযায়ী জাতীয় পরিষদ বিলুপ্ত না হলেও বর্তমানে এর কোনাে অস্তিত্ব নেই। তবে বর্তমান পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানে নতুন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।  সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামিদুল হক চৌধুরী রাওয়ালপিন্ডিতে বলেন, আমরা এখনও সঙ্কটের মধ্যে আছি। সাম্প্রতিক ঘটনাবলি থেকে প্রমাণিত হয়েছে, আগরতলা ষড়যন্ত্র মামলা বানােয়াট ছিল না। বহুদিন আগেই এই ষড়যন্ত্রের সূচনা হয়েছিল। শেষ পর্যন্ত অত্যন্ত নগ্নভাবে তার প্রকাশ ঘটে। ঢাকার সামরিক গভর্নর। টিক্কা খান ঘােষণা করেন, বিদেশিদের কাছে ভারতীয় প্রচারনার মুখােশ তুলে। ধরার জন্য পূর্ব পাকিস্তানিদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল বিদেশ সফর। করবেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামিদুল হক চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে থাকবেন পি. ডি. পি-র মাহমুদ আলী, বিচারপতি নূরুল ইসলাম ও উপাচার্য ড. সাজ্জাদ হােসাইন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!