You dont have javascript enabled! Please enable it! 1971.06.15 | ১৫ জুন মঙ্গলবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

১৫ জুন মঙ্গলবার ১৯৭১

কুষ্টিয়ার হিজলী, বৈদ্যনাথতলা, রাজশাহীর গােদাগাড়ি, যশােরের বেনাপােল ও রংপুরের ভুরুঙ্গামারীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে গােলাগুলি বিনিময় পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো রাওয়ালপিন্ডিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পাকিস্তানের মনােভাব ব্যক্ত করতে বিদেশি রাষ্ট্র সফরের জন্য প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান তাকে  অনুরােধ করেছেন। তিনি বলেন, এ অবস্থায় তার দেশত্যাগ করা উচিত নয়, কিন্তু যেখানে প্রেসিডেন্ট অনুরােধ করেছেন তখন তা বিবেচনা করা তার কর্তব্য। ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধি দল বাংলাদেশ সফরের উদ্দেশ্যে ঢাকা আসেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন মিসেস জিল নাইট, জেমস এ. কিলফেডার ও জিমস টিন। | ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ ই, মার্কোস ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এক পত্রের জবাবে বলেন, পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক বিবাদের ফলে সেখানকার বাঙালি জনগণের দুঃখ-দুর্দশায় ফিলিপাইন সরকার ও জনগণ গভীরভাবে মর্মাহত।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান