You dont have javascript enabled! Please enable it! 1974.10.24 | প্যারিসে বিশ্বব্যাংকের উদ্যোগে বৈঠক হচ্ছে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

প্যারিসে বিশ্বব্যাংকের উদ্যোগে বৈঠক হচ্ছে

ঢাকা: আগামী ২৪ অক্টোবর প্যারিসে বিশ্বব্যাংকের উদ্যোগে বাংলাদেশ সাহায্য কনসাের্টিয়াম গঠনের উদ্দেশ্যে উন্নত দেশসমূহের যে সম্মেলন শুরু হবে তাতে কনসাের্টিয়াম গঠনের অনুকূল সিদ্ধান্ত গৃহীত হবে বলে ঢাকার কূটনৈতিক মহল দৃঢ় আশা প্রকাশ করেছেন। প্রসঙ্গত উল্লেখযােগ্য বাংলাদেশ সাহায্য কনসাের্টিয়ামে যুক্তরাষ্ট্র, জাপান, পশ্চিম জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ও অন্যান্য উন্নত দেশ অংশগ্রহণ করবে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলােও বাংলাদেশ সাহায্য কনসাের্টিয়ামে অংশগ্রহণ করবে বলে কূটনৈতিক মহল অনুমান করছেন। কূটনৈতিক মহল অভিমত প্রকাশ করেন যে, কলকারখানায় শান্তি-শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখা না হলে বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক অর্থনৈতিক ঋণ পূরােপুরিভাবে কাজে লাগানাে সম্ভব হবে না। নিউইয়র্কে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, বন্যা নিয়ন্ত্রণ ব্যাপকভাবে পানি সেচ ব্যবস্থা প্রবর্তনের ওপর কৃষি উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর করে। কাজেই বিশ্ব ব্যাংকের সাহায্য কনসাের্টিয়ামে এই বিষয়টির ওপর যে বিশেষ গুরুত্ব দেবেন তা বিভিন্ন মহল আশা করেন। চলতি আর্থিক সালের জন্য বিশ্বব্যাংক সাহায্য কনসাের্টিয়াম থেকে কত কোটি টাকা ঋণ হিসেবে চাওয়া হবে, সভায় সঠিকভাবে জানা যায়নি। তবে পাঁচসালা পরিকল্পনা ব্যয় বরাদ্দের হিসাব দেখে ধারণা করা হচ্ছে যে, কনসাের্টিয়াম থেকে চলতি অর্থ বছরে ৬ শত কোটি টাকা চাওয়া হবে।৬

রেফারেন্স:

২৪ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত