আরাে একটি তেল চুক্তি স্বাক্ষর
ঢাকা: মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অয়েল ইঙ্ক এর মধ্যে পঞ্চম তেল অনুসন্ধান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন কোম্পানিটি এই চুক্তির অধীনে বঙ্গোপসাগরে ৫ হাজার বর্গমাইল এলাকাব্যাপী উপকূলে এই তেল অনুসন্ধান কাজ চালাবে। প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ও এন ডি জনাব আহমদ জোস এবং ক্যাশলেদের ভাইস প্রেসিডেন্ট মি. গােকার এ, পােলাক এই চুক্তিপত্রে স্বাক্ষর দান করেন। এই চুক্তির শর্তাবলী ইতােপূর্বে স্বাক্ষরিত অন্যান্য তেল অনুসন্ধান চুক্তিরই অনুরূপ।৪
রেফারেন্স:
১ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত