বন্যাকবলিত জেলাগুলাের জন্য সরকারি সাহায্য
ঢাকা: বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন বন্যা প্লাবিত জেলাসমূহের মধ্যে নগদ ২ কোটি ৫৯ লক্ষ ৬৯ হাজার৬১৪ টাকা, ৪০ লক্ষ ৪১ হাজার ৪শত ১৫ মণ গম এবং ১ লক্ষ ৯০ হাজার মণ ধান বিতরণের জন্য বরাদ্দ করেছেন।
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সূত্রে প্রকাশ, গত সপ্তাহে লঙ্গরখানা এবং খয়রাতি সাহায্যের জন্য ৬ লক্ষ ৫০ হাজার ২শত মণ গম এবং ১ লক্ষ ১৫ হাজার মণ ধান বিতরণ করা হয়েছে। এ খাদ্যশস্য ছাড়াও সরকার গত সপ্তাহে ৩১ লক্ষ ৬ হাজার টাকা বিতরণ করেছে।৩
রেফারেন্স:
১ অক্টোবর ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত