You dont have javascript enabled! Please enable it!

১৪ জুন সােমবার ১৯৭১

পূর্ব পাকিস্তানের গভর্নর ও সামরিক আইন প্রশাসক লে. জেনারেল টিক্কা খান করাচিতে বলেন, বর্ষা মওসুমে সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ফলে উদ্ভূত যেকোনাে পরিস্থিতি মােকাবিলার জন্য সরকার সম্পূর্ণ তৈরি। তিনি বলেন, ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন সমাধানের আগে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি বিবেচনা করে দেখতে হবে। প্রদেশের পরিস্থিতি বর্তমানে শান্ত এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। অনুপ্রবেশকারীরা সীমান্তে কিছু পুল উড়িয়ে দিয়েছে এবং ধ্বংসাত্মক কাজ করছে। | ঢাকা পৌর কর্তৃপক্ষ শহরের বিভিন্ন রাস্তা, গলি ও উপগলির পুরনাে নাম বদল করে নতুন নামকরণ করেন।জাতীয় পরিষদের সাবেক নেতা খান আবদুস সবুর ঢাকায় বলেন, বাংলাদেশ নামের প্রতি স্বর্গ এখন নরক যন্ত্রণা বৈ কিছু না। প্রতি স্বর্গের প্রলােভনে সীমান্ত পার হয়ে যাওয়া খাটি পাকিস্তানিরা এখন নরকযন্ত্রণা ভােগ করছে। প্রাদেশিক পরিষদ সদস্য এস, বি, জামান পূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য জনগণকে সশস্ত্র বাহিনীর সাথে সহযােগিতা করার আহ্বান জানান। কুমিল্লার কসবা, ফকিরহাট ও খুলনার বাইকারী এলাকায় মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে মুখােমুখি সংঘর্ষ হয়। পাকিস্তান জাতীয় লীগের সভাপতি আতাউর রহমান খান ধামরাই গ্রামের বাড়ি থেকে গ্রেফতার হন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!