You dont have javascript enabled! Please enable it! 1971.06.10 | জুন বৃহস্পতিবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

১০ জুন বৃহস্পতিবার ১৯৭১

প্রাদেশিক গভর্নর লে. জেনারেল টিক্কা খান যেসব নাগরিক, ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, শিল্পপতি, সরকারি কর্মচারী, সশস্ত্র বাহিনী ও আইন প্রয়ােগকারী সংস্থার সদস্য, রাজনৈতিক কর্মী ও নেতা সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গিয়েছিলেন এবং এখন স্বদেশে ফিরে আসতে চান তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘােষণা করে বলেন, সরকার চান পূর্ব পাকিস্তানিরা ফিরে আসুক।  সােভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিন মস্কোয় বলেন, ভারতীয় উপমহাদেশের পরিস্থিতিতে সােভিয়েত সরকার উদ্বিগ্ন । তিনি বলেন, আমরা মনে করি পাকিস্তান সরকারের অনতিবিলম্বে পূর্ব পাকিস্তানে এমন পরিবেশ সৃষ্টির পদক্ষেপ নেওয়া উচিত যার ফলে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে এবং উদ্বাস্তুরা সসম্মানে তাদের গৃহে প্রত্যাবর্তন করতে পারে। মুক্তিবাহিনী কুমিল্লার কসবা, রাজাপুর এবং সিলেটের জ
য়ন্তিপুর সীমান্ত ফাড়ির ওপর আক্রমণ চালায়। মার্কিন প্রতিনিধি সভায় কংগ্রেসম্যান কর্নলিয়াস ই গালাঘের বলেন, পূর্ব পাকিস্তান সমস্যা পাকিস্তানের ঘরােয়া বিষয় হতে পারে না। বিষয়টি ক্রমে ভারতীয় উপমহাদেশের শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এ পরিস্থিতি থেকে কমিউনিস্টরা সেখানে সুযােগ নিতে পারে।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান