৯ জুন বুধবার ১৯৭১
মার্কিন সিনেটে সিনেটর (ডেমােক্র্যাট) ফ্যাঙ্ক চার্চ ও সিনেটর (রিপাবলিকান) উইলিয়াম সেক্সবি পাকিস্তানে মার্কিন অর্থনৈতিক ও সামরিক সাহায্য বন্ধ রাখার জন্য একটি দ্বিপক্ষীয় সংশােধনী প্রস্তাব আনেন। প্রস্তাবে বলা হয় পূর্ব বাংলার শরণার্থীরা কেবল ভারতের বােঝা হয়ে দাঁড়ায়নি, পাশাপাশি এ সমস্যার ফলে এ এলাকার শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা মনে করি, উদ্বাস্তুদের দুঃখদুর্দশা লাঘবের জন্য যুক্তরাষ্ট্রের উচিত সেখানে আন্তর্জাতিক সাহায্য পাঠানাে এবং উদ্বাস্তুদের স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারতকে অতিরিক্ত দেড় কোটি ডলার সাহায্য মঞ্জুর করেন। জাতিসংঘ উদ্বাস্তু সংক্রান্ত হাইকমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান ঢাকায় আসেন। ইন্টারন্যাশনাল ইসলামিক অর্গানাইজেশনের মহাসচিব এইচ. এইচ. মার্জুকি জাতিম জাকার্তায় এক বিবৃতির মাধ্যমে ভারতে অবস্থানকারী বাংলাদেশের নাগরিকদের সাহায্য করার জন্য মুসলিম রাষ্ট্রসমূহের সরকার প্রধানদের প্রতি আহ্বান জানান।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান