You dont have javascript enabled! Please enable it! 1971.06.07 | ৭ জুন সােমবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

৭ জুন সােমবার ১৯৭১

পাকিস্তান সরকার ৫০০ ও ১০০ টাকার নােট বাতিল ঘােষণা করে। প্রধান সামরিক আইন প্রশাসক ইয়াহিয়া খান অর্থ সংক্রান্ত সামরিক বিধি জারি করেন। তাতে বলা হয়, যেসব পাকিস্তানি নােটে ‘বাংলাদেশ’ অথবা ‘জয় বাংলা’ লেখা অথবা মুদ্রিত থাকবে সেসব নােট অচল বলে ধরা হবে। ৫০০ ও ১০০ টাকার পাকিস্তানি নােট ৭ জুন মধ্যরাত থেকে অচল বলে গণ্য হবে। ইসলামাবাদে জনৈক মুখপাত্র ঘােষণা করেন, পূর্ব পাকিস্তানের জাতীয় সংস্থাগুলাের জাতিসংঘের সাহায্যসামগ্রী বণ্টন করার পূর্ববর্তী সিদ্ধান্ত পাকিস্তান পরিত্যাগ করেছে। মুসলিম লীগ নেতা খান এ. সবুর ঢাকায় এক বিবৃতিতে বলেন, এক ব্যক্তির খামখেয়ালি ও ঔদ্ধত্যের ফলে আমাদের অস্তিত্ব বিলীন হতে চলেছিল। তিনি বলেন, যে-কোনাে মূল্যের বিনিময়ে আদর্শভিত্তিক রাষ্ট্র পাকিস্তানকে রক্ষা করতে হবে।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান