You dont have javascript enabled! Please enable it! 1971.06.04 | ৪ জুন শুক্রবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

৪ জুন শুক্রবার ১৯৭১

ঢাকায় সামরিক শাসন কর্তৃপক্ষ এক ঘােষণায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর ও পুলিশের দলত্যাগী সদস্যদের (মুক্তিযােদ্ধা) আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, স্বেচ্ছায় আত্মসমর্পণকারীদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা হবে। জাতিসংঘ মহাসচিব উ থান্টের বিশেষ দূত ইসমত কিতানী রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে এক যুক্ত বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের প্রিয়ভূমি পাকিস্তানকে খণ্ড করার অভিসন্ধির তীব্র নিন্দা করছি। রাজনৈতিক চরমপন্থীদের একতরফা স্বাধীনতা ঘােষণায় আমরা দুঃখ পেয়েছি ও হতাশ হয়েছি।  রাষ্ট্রবিরােধীদের সৃষ্ট গােযােগর ফলে হাজার হাজার নির্দোষ লােক দুর্দশায় পতিত হয়েছে। সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় গ্রহণকারী বাঙালি উদ্বাস্তুর সংখ্যা দাঁড়ায় ৪৯ লাখ ৮২ হাজার ৭শ ৯২ জন।

 

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান