৯ ডিসেম্বর বৃহস্পতিবার ১৯৭১
যশাের, সিলেট ও ফেনীর বিস্তীর্ণ এলাকায় সম্মিলিত বাহিনী দখল প্রতিষ্ঠা করে এবং বিভিন্ন রণাঙ্গনে প্রবল চাপ অব্যাহত রাখে। নেত্রকোনা শহরের পতন হয়। নয়াদিল্লিতে ভারতীয় সরকারের জনৈক মুখপাত্র বলেন, পশ্চিম রণাঙ্গনে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধবিরতির প্রশ্নটি অবশ্যই একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্বের বাস্তবতার সাথে সম্পর্কযুক্ত হতে হবে। কেননা সেখানে বাংলাদেশ সরকারকেই আমরা একমাত্র আইনসঙ্গত সরকার বলে স্বীকার করি । মুখপাত্র বলেন, পূর্বাঞ্চলের বাস্তবতাকে স্বীকার করার মাধ্যমেই পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলে যুদ্ধবিরতির পথ সুগম করা যেতে পারে। বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানকে বিনা শর্তে মুক্তিদানই হলাে শান্তিপূর্ণ মীমাংসার একমাত্র পথ।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান