৭ ডিসেম্বর মঙ্গলবার ১৯৭১
সােভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ কোনাে প্রকার বহিঃশক্তির হস্তক্ষেপ ছাড়া পাক-ভারত সংঘর্ষের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বিকেলে ঢাকায় সামরিক লক্ষ্যবস্তুর ওপর মিত্রবাহিনীর বিমান হামলা চলে। ঢাকায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিকেল ৫টা থেকে ভাের ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয় ও নিপ্রদীপ অব্যাহত থাকে। যুক্তরাষ্ট্রে ভারতে অর্থনৈতিক সাহায্য বাতিলের সিদ্ধান্ত নেয় । কেন্দ্রের একটি কোয়ালিশন সরকার গঠন করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া নূরুল আমিনকে প্রধানমন্ত্রী এবং জেড এ ভুট্টোকে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদে শপথ নেওয়ার আমন্ত্রণ জানান। ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পাক-ভারত যুদ্ধ পরিস্থিতি আলােচনার জন্য সাধারণ পরিষদে সােমালিয়া আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করে। | যৌথবাহিনী চান্দিনা ও জাফরগঞ্জ অধিকার করে এবং কুমিল্লা ও লাকসামে প্রচণ্ড যুদ্ধ চলে। বিকেলে বগুড়া-রংপুর সড়কের করতােয়া সেতু দখল নিয়ে পাকিস্তান ও যৌথবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা, গােপালগঞ্জ, শেরপুর, নােয়াখালী, গাইবান্ধা, ভুরুঙ্গামারী ও যশােরের পতন ঘটে।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান