৫ ডিসেম্বর রবিবার ১৯৭১
মার্কিন যুক্তরাষ্ট্র অবিলম্বে পাক-ভারত যুদ্ধবিরতির প্রচেষ্টা চালানাের জন্য নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করে। সােভিয়েত ইউনিয়ন প্রস্তাবে ভেটো দেয়। নিরাপত্তা পরিষদের ১১ জন সদস্য মার্কিন প্রস্তাবের পক্ষে ভােট দেয়। পােল্যান্ড সােভিয়েত ইউনিয়নের পক্ষে ভােট দেয়। ব্রিটেন ও ফ্রান্স ভােটদানে বিরত থাকে। | নূরুল আমীন ও জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে এক যৌথ বৈঠকে মিলিত হন। ঢাকার আকাশে বিমানের ডগফাইট হয়। নাগরিকরা দিনের আলােয় নিজেদের নিরাপত্তার কথা ভুলে গিয়ে বাড়ির ছাদে উঠে এ আকাশ যুদ্ধ উপভােগ করে এবং মিত্রবাহিনীর বিমান পাইলটদের হাত নেড়ে শুভেচ্ছা জানায়। সকালে প্রায় ৩ ঘণ্টা ধরে এ ডগফাইট চলে। চট্টগ্রামে পাকিস্তান নৌবাহিনী ও যৌথ নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলাের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। | বখশীগঞ্জে যৌথবাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পীরগঞ্জ, হাতিবান্ধা, পচাগড়, বােদা, ফুলবাড়ি, বীরগঞ্জ, নবাবগঞ্জ মুক্ত হয়। জীবননগর, দর্শনা ও কোট চাঁদপুরে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান