You dont have javascript enabled! Please enable it! 1971.12.01 | ১ ডিসেম্বর বুধবার ১৯৭১ | শেখ মুজিবুর রহমানের বিচার শেষ হয়নি - সংগ্রামের নোটবুক

১ ডিসেম্বর বুধবার ১৯৭১

রাওয়ালপিন্ডিতে জনৈক সরকারি মুখপাত্র সাংবাদিকদের জানান, অধুনালুপ্ত আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের বিচার এখনও শেষ হয়নি। সরকারি মুখপাত্র বলেন, পূর্ব পাকিস্তানের চারটি রণাঙ্গনে যে আক্রমণাত্মক চাপ সৃষ্টি হয়েছিল তা এখনও অব্যাহত রয়েছে।  ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী পার্লামেন্টের উচ্চ পরিষদে বক্তৃতাকালে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণের নির্দেশ দেবার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণই সমস্যার শ্রেষ্ঠ সমাধান। তিনি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মােকাবিলা করার জন্য বাংলাদেশ ও ভারতের জনসাধারণকে প্রস্তুত থাকার আহ্বান জানান।  মুক্তিবাহিনী কুষ্টিয়ার দর্শনা ও সিলেটের শমসেরনগর আক্রমণ করে। খুলনার ভােমরা ও খালিশপুর, যশােরের বেনাপােল, আফ্রা, সিমিলিয়া, উস্তালি, আন্দাবাড়ি, ময়মনসিংহের কামালপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সালদানদী, কুমিল্লার গঙ্গাধর, পাথরনগর ও হরিমঙ্গল এবং চট্টগ্রামের হরিনা এলাকায় মুক্তিবাহিনী ও পাকসেনার মধ্যে সারাদিন যুদ্ধ চলে।

 

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান