২৮ নভেম্বর রবিবার ১৯৭১
মুক্তিবাহিনী দিনাজপুর, যশাের ও সিলেট জেলায় ব্যাপক আক্রমণ পরিচালনা করে। পাকিস্তান বেতার থেকে বলা হয় : ভারতীয়রা সিলেটের জকিগঞ্জ, আটগ্রাম ও তামাবিলে, দিনাজপুরের পঁচাগড়ে, যশােরের জীবননগরে ও হিলিতে সাঁজোয়া ও গােলন্দাজ ইউনিটের মাধ্যমে আক্রমণ চালিয়েছে। ইয়াহিয়া ও ভুট্টো সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুঘণ্টা একান্ত আলােচনা করেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া সংযুক্ত কোয়ালিশন পার্টির সভাপতি নূরুল আমিনকে পিন্ডিতে তলব করেন। | সােভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই পদগর্নি প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে পাঠানাে এক পত্রে বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তিদানের পরামর্শ দেন। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পাক-ভারত পূর্ণাঙ্গ যুদ্ধ এড়নাের জন্য ক্ষমতানুযায়ী সবকিছু করার অনুরােধ জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল এ. এম. ইয়াহিয়া খান ও সােভিয়েত প্রধানমন্ত্রী অলেক্সি কাসিগনের কাছে পত্র পাঠান। ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী রাজস্থানের জয়পুরে এক জনসভায় বলেন, ভারত পূর্ববঙ্গের জনগণের মানবিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রশ্নে পাকিস্তানের সাথে বিরােধের ব্যাপারে জাতিসংঘ অথবা বৃহৎ শক্তিবর্গের চাপের মুখে নতি স্বীকার করবে না। তিনি বলেন, ভারত শান্তি চায়। পাকিস্তানের জনগণের সাথে ভারতের কোনাে বিবাদ নেই। কিন্তু তার নিরাপত্তা বিপদাপন্ন হলে সে চুপ করে বসে থাকবে না। করাচিতে নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কোয়ালিশন পার্টির সভায় গৃহীত এক প্রস্তাবে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার স্বার্থে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘােষণার জন্য সরকারের প্রতি আবেদন জানানাে হয়। প্রকাশ্য দিবালােকে বেইলী রােডের ইস্টার্ন ব্যাংক লুট হয়। মুক্তিবাহিনী আড়িখােলা ও পূবাইলের মধ্যবর্তী দুটি রেলসেতু উড়িয়ে দিলে ঢাকা-নরসিংদী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান