You dont have javascript enabled! Please enable it! 1971.11.27 | ২৭ নভেম্বর শনিবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

২৭ নভেম্বর শনিবার ১৯৭১

রাওয়ালপিন্ডিতে একজন সরকারি মুখপাত্র বলেন, গত এক সপ্তাহে দেশের পূর্বাঞ্চলের পাঁচটি সেক্টরে ভারতীয়দের (মুক্তিযােদ্ধা) সাথে পাকিস্তানি সেনাবাহিনীর সর্বাত্মক যুদ্ধ হয় এবং যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে। যুদ্ধে প্রতিপক্ষের এক হাজার জন নিহত এবং পাকিস্তানের ১৩০ জন সৈন্য হতাহত হয়। জামায়াত নেতা অধ্যাপক গােলাম আজম রাওয়ালপিন্ডিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, আক্রমণই হলাে প্রতিরক্ষার বড় অস্ত্র। যুদ্ধের সময় প্রত্যাঘাত না হলে কোনাে জাতি টিকে আছে এমন নজির ইতিহাসে নেই। পূর্ব পাকিস্তানে যুদ্ধ চলছে। খোদা না করুন পূর্ব পাকিস্তান যদি পাকিস্তানের অংশ না থাকে তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। | চালনা বন্দরে জাহাজ আগমন পথে মাইন বিস্ফোরণ ঘটে। ডেমরা ফেরিঘাটে বিস্ফোরণে একটি ফেরি নিমজ্জিত হয়। সােবহানবাগ পেট্রোল পাম্প, নিউ মার্কেট ও মতিঝিল এলাকায় বােমা বিস্ফোরিত হয়। ঘােড়াশালের পূবাইল ও পলাশে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লুট হয় । | কাইউমপন্থী মুসলিম লীগের সাধারণ সম্পাদক খান আবদুস সবুর এক বিবৃতিতে প্রত্যেক মুসলিমকে পাকিস্তানি সেনাবাহিনীতে যােগ দেওয়ার আহবান জানান।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান