You dont have javascript enabled! Please enable it!

২৫ নভেম্বর বৃহস্পতিবার ১৯৭১

পাকিস্তানের প্রেসিডেন্ট এ. এম. ইয়াহিয়া খান তক্ষশিলায় বলেন, সর্বশক্তি দিয়ে ভৌগােলিক অখণ্ডতা রক্ষা করা হবে। ঢাকার গভর্নর ডা, এ, এম, মালিক রাওয়ালপিন্ডিতে বলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। দুটি ফ্রন্টে আমাদের যুদ্ধ করতে হবে। এক, পূর্ব পাকিস্তানে বাহ্যিকভাবে শক্রর বিরুদ্ধে। দুই. প্রদেশের ভেতরে দুষ্কৃতকারীদের (মুক্তিযােদ্ধা) সাথে।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স ওয়াশিংটনে বলেন, পাক-ভারত যুদ্ধ বাধলে যুক্তরাষ্ট্র তাতে জড়িয়ে পড়বে না। পাকিস্তানের পিকিংন্থ রাষ্ট্রদূত কে. এম. কায়সার চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের কাছে প্রেসিডেন্ট ইয়াহিয়ার একটি চিঠি হস্তান্তর করেন। যশাের, বেনাপােল, হিলি, সিলেট, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিবাহিনীর সাথে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ হয়। লাহােরে পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গােলাম আজম এক বক্তৃতায় ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি পূর্ব পাকিস্তানের অস্তিত্বের প্রতি একটি ভয়ানক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান