২১ নভেম্বর রবিবার ১৯৭১
ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে প্রেরিত এক। জরুরি পত্রে অবিলম্বে বাংলাদেশ সঙ্কট সমাধানে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। টাইমস সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অন্যান্য পশ্চিমা নেতৃবৃন্দের কাছে এই মর্মে চরমপত্র দিয়েছেন দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ সমস্যার সমাধান না হলে ভারত সরকার জাতীয় জরুরি অবস্থা ঘােষণা করবে, বাংলাদেশকে স্বীকৃতি দেবে, বাংলাদেশ মুক্তিবাহিনীর সাথে প্রতিরক্ষা চুক্তি করবে এবং মুক্তিযােদ্ধাদের প্রকাশ্যে সমর্থন দেবে। উত্তর-পূর্ব ময়মনসিংহের দুর্গাপুর, রাঙ্গামাটির বােদাপাড়া, চুয়াডাঙ্গার ঘাসলিয়া ও দিনাজপুরের ঘুঘুডাঙ্গা সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মুক্তিবাহিনীর সংঘর্ষ হয়। সারাদেশে মুক্তিবাহিনীর নৌ, বিমান ও স্থলসেনারা অসীম সাহস ও বীরত্বের সাথে সম্মিলিত আক্রমণের মাধ্যমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান