১৯ নভেম্বর শুক্রবার ১৯৭১
বিস্ফোরণে শান্তিনগরস্থ ফিল্ম সেন্সর বাের্ড ভবন বিধ্বস্ত হয়। পিলখানা ইপিআর গেটের সামনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মনসুর আলীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার । তিনি অপহৃত হয়েছিলেন। পিআইএ প্রদেশের অভ্যন্তরে সকল অভ্যন্তরীণ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য। স্থগিত ঘােষণা করে। ঈদুল-ফিতর উপলক্ষে এক বাণীতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন, সশস্ত্র সংঘর্ষ দ্বারা কোনাে সমস্যার সমাধান হয় না। পাকিস্তান ভারতের সাথে সৎ প্রতিবেশীর সম্পর্ক গড়ে তুলতে চায়। | বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা স্বাধীন বাংলাদেশে সবাই এক সাথে ঈদ উদযাপন করব।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান