You dont have javascript enabled! Please enable it!

১৮ নভেম্বর বৃহস্পতিবার ১৯৭১

সিনিয়র মন্ত্রী ও সামরিক বিশেষজ্ঞদের নেতৃত্বে ১২ সদ্যসের একটি উচ্চ পর্যায়ের চীনা প্রতিনিধি দলের পাকিস্তান আগমন এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে বৈঠক। প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান ফিলিপাইনে পাকিস্তানের রাষ্ট্রদূত কে. কে. পন্নী, নয়াদিল্লিতে পাকিস্তানের কাউন্সিলর হুমায়ুন রশীদ চৌধুরী ও কাঠমান্ডুতে সেকেন্ড সেক্রেটারি এ, এম, মুস্তাফিজুর রহমানকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন। কূটনীতিকবৃন্দ বিপ্লবী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘােষণা করলে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। গেরিলা হামলায় রেডিও পাকিস্তান চট্টগ্রাম কেন্দ্রের সহকারী আঞ্চলিক পরিচালক নিহত হন। ঢাকা ও আশপাশে পাকবাহিনীর বিভিন্ন অবস্থানের ওপর গেরিলাদের আক্রমণ। নারায়ণগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫ জন রাজাকার অপহৃত । নারায়ণগড় থানা প্রাঙ্গণে বােমা বিস্ফোরণ ঘটে। দেশের বিভিন্ন স্থানে গেরিলাদের বােমা হামলায় বিদ্যুৎ কেন্দ্র, সড়ক, ব্রিজ, রেললাইন ও সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত | ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র সরকারের জনৈক মুখপাত্র ঘােষণা করেন, পাক-ভারত উপমহাদেশে উত্তেজনা প্রশমনের জন্য পাকিস্তান ও ভারতের নেওয়া যে-কোনাে পদক্ষেপকে যুক্তরাষ্ট্র সমর্থন করে যাবে, তবে সে এতে কোনাে পরিকল্পনা প্রদান করবে না।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!