১৭ নভেম্বর বুধবার ১৯৭১
ভাের সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকায় কারফিউ জারি করা হয়। কারফিউর সময় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ঢাকা নগরীর বিভিন্ন স্থানে ৪ জন। মুক্তিযােদ্ধা নিহত হন। সেনাবাহিনী এ সময় গােটা নগরী তল্লাশি করে কয়েক শ তরুণকে মুক্তিযােদ্ধা সন্দেহে আটক করে। কুমিল্লা, খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন স্থানে মুক্তিযােদ্ধা ও পাকসেনাদের মধ্যে সংঘর্ষ হয়। করাচিতে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, সংখ্যাগরিষ্ঠদের মতামত উপেক্ষা করে যদি পুতুল সরকার গঠন করা হয় তবে বিপ্লব অনিবার্য। পাকিস্তানের জনগণ কোনাে অবস্থায় একটি পুতুল সরকার গ্রহণ করবে না।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান