১৬ নভেম্বর মঙ্গলবার ১৯৭১
পাবর্ত্য চট্টগ্রাম, নােয়াখালী, কুমিল্লা, যশাের ও রংপুরে মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। পাকিস্তান বেতার থেকে দাবি করা হয় ভারতীয় সেনাবাহিনীর ছত্রচ্ছায়ায় আজ ভারতীয় চররা (মুক্তিযােদ্ধা) বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালালে পাকিস্তানি সেনাবাহিনী তা প্রতিহত করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘােষণা করা হয় মুক্তিবাহিনী গত কয়েকদিনের পার্বত্য চট্টগ্রাম, নােয়াখালী, কুমিল্লা, রংপুর ও যশােরের বিপুল এলাকা মুক্ত করে সেখানে স্বাধীন বাংলাদেশ সরকারের প্রশাসন চালু করেছে। ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে ক্ষমতাসীন কংগ্রেস দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ভাষণকালে বলেন, দু-এক মাস কিংবা তারও আগে বাংলাদেশ সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। ঢাকায় মালিক মন্ত্রিসভার বৈঠকে শান্তি সেনা’ গঠনের সিদ্ধান্ত। | মতিঝিলে নটরডেম কলেজের দক্ষিণে সার্কুলার রােডস্থ ব্রিজের নিচে হাত-পা বাঁধা অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণ চিকিৎসক ডা. আজহারুল হক ও ডা, কবীরের লাশ উদ্ধার। তাদের বাসভবন থেকে অপহরণ করে হত্যা করা হয় ।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান