১৫ নভেম্বর সােমবার ১৯৭১
প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বিশেষ দূত ও আজাদ কাশ্মীরের প্রশাসক ইব্রাহিম খান তিউনিসে বলেন, পূর্ব পাকিস্তান সমস্যার সমাধানকল্পে পাকিস্তান ভারতের সাথে আলােচনা করতে প্রস্তুত। চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে জরুরি তারবার্তা পাঠান। পাকিস্তান সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়, গত ২৫ মার্চের পর থেকে এ পর্যন্ত প্রদেশের বিভিন্ন স্থানে নিয়ােজিত চার জন সিএসপি ও একজন ইপিসিএস অফিসারের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়ার ডিসি নাসিম ওয়াকার আহমেদ ৩১ মার্চ-এ, চুয়াডাঙ্গার এসডিও মােহাম্মদ ইকবাল ১৫ এপ্রিলে, নওগাঁর এসডিও মােহাম্মদ নিসারুল হামিদ ১৬ এপ্রিলে, সিরাজগঞ্জের এসডিও এ, কে, শামসুদ্দিন ২০ মে এবং যশােরের সাব-জজ মােজাফফর হােসেন (ইপিসিএস) ৩। সেপ্টেম্বরে মারা যান। নারায়ণগঞ্জের সােনারগাঁওয়ের কাছে মাইন বিস্ফোরণে দুজন কূটনীতিক নিহত হন। এঁরা ঢাকাস্থ পশ্চিম জার্মান কনস্যুলেটের কর্মকর্তা। শীতলক্ষ্যা তীরে নারায়ণগঞ্জ ডকে বােমা বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কণ্ঠশিল্পী শাহনাজ বেগমের [পরবর্তীকালে রহমতুল্লাহ) বাসভবনে বােমা বিস্ফোরণ ঘটে। বাসাবােতে শান্তিবাহিনীর সভা চলাকালে গেরিলা হামলায় ৩ জন হতাহত হয়।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান