১৩ নভেম্বর শনিবার ১৯৭১
কুষ্টিয়ায় মুক্তিবাহিনী ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ । মুক্তিবাহিনী বিপুল এলাকা মুক্ত করে। ভারতের কাছে পাকিস্তানের প্রতিবাদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্সের আশঙ্কা প্রকাশ, পাকিস্তান ও ভারতের মধ্যে শিগগিরই যুদ্ধ বেধে যেতে পারে। তিনি ঘােষণা করেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ চায় না, তবে যুদ্ধ বাধলে সে তাতে জড়িয়ে পড়বে না। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গেরিলাদের বিক্ষিপ্ত হামলায় শান্তিবাহিনীর সদস্য ও রাজাকারসহ ৩ জন নিহত হয়, আহত হয় ৬। ধানমন্ডির আল বদর ক্যাম্পে গেরিলারা অতর্কিত হামলা চালায়। মতিঝিল আইডিয়াল স্কুলে শান্তিবাহিনীর সভা চলাকালে গেরিলা হামলায় ৫ জন হতাহত হয়।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান