You dont have javascript enabled! Please enable it! 1971.11.11 | ১১ নভেম্বর বৃহস্পতিবার ১৯৭১ - সংগ্রামের নোটবুক

১১ নভেম্বর বৃহস্পতিবার ১৯৭১

প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ অথবা সাহায্য করার অভিযােগে আটক ব্যক্তিদের বিচারের জন্য বিশেষ আদালত গঠনের নির্দেশ দেন। ঢাকার সামরিক কর্তৃপক্ষ প্রদেশের সকল বেসামরিক এলাকায় ট্রেঞ্চ খননের নির্দেশ জারি করেন। দিনাজপুর, ফেনী ও রংপুর সীমান্ত এলাকায় মুক্তিবাহিনীর আক্রমণ। | বনে ভারতীয় প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী ও পশ্চিম জার্মান চ্যান্সেলর উইলি ব্রান্টের মধ্যে আলােচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মিসেস গান্ধী সাংবাদিকদের বলেন, ভারত পূর্ববঙ্গের অধিবাসীদের নিজের পছন্দমতাে একটি রাজনৈতিক সমাধান আশা করে। দুপুরে বায়তুল মােকাররম বিপণি কেন্দ্রের সামনে গাড়িবােমা বিস্ফোরণে ৬ জন নিহত ও ৫৫ জন আহত হয়। সামরিক কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে একজন গেরিলাকে গ্রেফতার করে। লক্ষ্মীবাজার সেন্ট ফ্রান্সিস স্কুলে বােমা বিস্ফোরণ ঘটে। সিদ্দিরগঞ্জ পাওয়ার স্টেশনে হামলাকালে চার জন গেরিলা আহত অবস্থায় পাকসেনার হাতে বন্দী হন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান