You dont have javascript enabled! Please enable it!

৬ নভেম্বর শনিবার ১৯৭১

ডেমােক্রেটিক পার্টি প্রধান নূরুল আমিন লাহােরে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে নূরুল আমিন সাংবাদিকদের বলেন, তিনি প্রেসিডেন্টকে জানিয়েছেন উপনির্বাচনের কার্যক্রম শুরু হবার পর পূর্ব পাকিস্তানে দুষ্কৃতকারীদের (মুক্তিবাহিনী) নাশকতামূলক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এ জন্য তিনি পূর্বাঞ্চলে রাজাকারদের সংখ্যা বৃদ্ধি এবং তাদের আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করার জন্য প্রেসিডেন্টের কাছে সুপারিশ করেছেন। | সকালে মতিঝিলস্থ পিআইএ অফিসে বােমা বিস্ফোরণ ঘটে। শাহবাগ মােড়ে গেরিলা-রাজাকার গুলি বিনিময়ে একজন রাজাকার নিহত হয়। ওয়াশিংটনে নিক্সন-ইন্দিরা দ্বিতীয় দফা বৈঠক শেষে ভারতীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুদ্ধ এড়াতে ভারত সম্ভাব্য সব কিছু করবে। ওয়াশিংটনস্থ জাতীয় প্রেসক্লাবে আয়ােজিত এক সাংবাদিক সম্মেলনে মিসেস গান্ধী বলেন, কোনাে সমাধানে উপনীত হতে হলে তা পূর্ববঙ্গের জনগণের কাছে গ্রহণযােগ্য হতে হবে। বাংলাদেশ সরকারের উপস্থিতি ছাড়া ভারত-পাকিস্তান আলােচনা অর্থবহ হতে পারে না। বরং তা সমাধানে পৌছাতে আরও জটিলতার সৃষ্টি করবে। নারায়ণগঞ্জে গেরিলা হামলায় শান্তি কমিটির নেতা আফি সরদার ও তার পরিবারের ৮ জন সদস্য নিহত এবং ৩ জন আহত হন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!