৪ নভেম্বর বৃহস্পতিবার ১৯৭১
মুক্তিবাহিনী ময়মনসিংহ জেলার আকিপাড়া সীমান্ত ফাঁড়িতে হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে বােমার বিস্ফোরণ ঘটে। ঢাকার শান্তিবাগে গেরিলা হামলায় ৪ জন নিহত ও ২ জন আহত হন। নিপ্রদীপ মহড়াকালে গেরিলারা নগরীর বিভিন্ন এলাকায় বােমা হামলা চালান। পাকিস্তান সরকার ঘােষণা করে, পূর্ব পাকিস্তান পরিষদে উপনির্বাচনে ১০৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী ওয়াশিংটন সফরে যান। | করাচিতে পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টো ও পিডিপি প্রধান নূরুল আমিনের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের কাছে জরুরি বার্তা পাঠান।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান