৩ নভেম্বর বুধবার ১৯৭১
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো সকালে আকস্মিক করাচি থেকে রাওয়ালপিন্ডি আসেন এবং প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে এক অনির্ধারিত বৈঠকে মিলিত হন। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযােদ্ধাদের সামরিক তৎপরতা চালানাের কাজে সাহায্য না করার এবং পাকিস্তানের সাথে সকল বিবাদ সরাসরি আলােচনার মাধ্যমে মিটিয়ে ফেলার জন্য গণচীন ভারতের প্রতি হুঁশিয়ারি জানায়। | চট্টগ্রাম বন্দরে মুক্তিবাহিনীর নৌ-কমান্ডােদের পাতা মাইনে একটি তেলবাহী জাহাজ নিমজ্জিত হয়। বিস্ফোরণে জাহাজের ৮ জন নাবিকের প্রাণহানি ঘটে। সিদ্দিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে তিন দফা বােমা বিস্ফোরিত হয়। ধানমন্ডিতে গেরিলা হামলায় শান্তিবাহিনীর সদস্য এডভােকেট মােদাব্বির হােসেন নিহত হন। ঢাকায় প্রকাশ্য দিবালােকে গেরিলারা মুসলিম কমার্শিয়াল ব্যাংকের পলওয়েল মার্কেট শাখা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মৌচাক শাখা লুট করেন। টোকিওতে পাকিস্তানি দূতাবাসের প্রেস এটাচি এস. এম. মাসুদ ও থার্ড সেক্রেটারি মােহাম্মদ আবদুর রহমান পাকিস্তানের সাথে সম্পর্কচ্ছেদ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘােষণা করেন। সুইজারল্যান্ডে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স ওয়ালিউর রহমান সরকারের সাথে সম্পর্কচ্ছেদ করে বাংলাদেশের প্রতি আনুগত্য ঘােষণা করেন।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান