১ নভেম্বর সােমবার ১৯৭১
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান লন্ডনের ডেইলি মেইল-এর সাথে সাক্ষাৎকারে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ আসন্ন। ভারত পাকিস্তান আক্রমণ করলে চীন তা সহ্য করবে না। তিনি বলেন, বাংলাদেশের অর্থ কেবল পাকিস্তান খণ্ডবিখণ্ড নয়, সেই সাথে হবে ভারতীয় ইউনিয়নর অবসানের সূচনা। লন্ডনে মিসেস ইন্দিরা গান্ধী ও মি, এডওয়ার্ড হিথের মধ্যে বাংলাদেশ প্রশ্ন নিয়ে দুঘণ্টাব্যাপী আলােচনা অনুষ্ঠিত হয়। | ঢাকায় রাতে গেরিলাদের পাতা বােমা বিস্ফোরণে নির্বচন কমিশন কার্যালয় বিধ্বস্ত হয়। গেরিলারা প্রকাশ্য দিবালােকে মালিবাগে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লুট করে। সন্ধ্যায় ইডেন কলেজ এলাকা ও কাকরাইল পেট্রোল পাম্পে বােমা বিস্ফোরণ ঘটে। নারায়ণগঞ্জে গেরিলাদের গুলিতে শান্তি কমিটির এক সদস্য নিহত ও কলাবাগানে পুলিশ সার্জেন্ট গুলিবিদ্ধ হন।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান