৩১ অক্টোবর রবিবার ১৯৭১
ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী মি. এডওয়ার্ড হিথের মধ্যে পাক-ভারত সঙ্কট ও বাংলাদেশ বিষয়ের ওপর আনুষ্ঠানিক আলােচনা অনুষ্ঠিত হয়। নয়াদিল্লিতে ভারত সরকারের প্রতিরক্ষা দফতরের একজন মুখপাত্র বলেন, সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাবাহিনী মাত্র এক কি দুই মাইলের ব্যবধানে পরস্পরের মুখােমুখি অবস্থান করছে। ইতােমধ্যে ভারতীয় সৈন্যরা পূর্ব সীমান্তে বেশ কয়েকটি পাকিস্তানি হামলা প্রতিহত করেছে। কয়েকটি বড় রকমের সংঘর্ষ হয়েছে। পূর্ব পাকিস্তানের গভর্নর ডা. এ. এম, মালিক পাকিস্তানের উর্দু ডাইজেস্ট-এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগের বর্তমান পরিকল্পনা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বেশ কয়েক বছর আগে থেকে পরিচালিত হিসেব করা আন্দোলনেরই ফল। বাঙালি জাতীয়তাবাদ যে পাকিস্তানের আদর্শের পরিপন্থী তা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে।
সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান