You dont have javascript enabled! Please enable it!

২৮ অক্টোবর বৃহস্পতিবার ১৯৭১

ঢাকায় একজন সামরিক মুখপাত্র জানান, প্রাদেশের সর্বত্র রাজাকাররা প্রায় প্রতিদিন ভারতীয় চরদের (মুক্তিযােদ্ধা) মােকাবিলা করছে। তারা দুষ্কৃতকারীদের  (মুক্তিযােদ্ধা) আক্রমণ নস্যাৎ করে গুরুত্বপূর্ণ সড়ক ও রেল সেতু রক্ষা করছে। রাজাকারদের সাফল্যে দেশবাসী গর্বিত। | দুপুরে ডিআইটি ভবনে বিস্ফোরণের ফলে টিভি টাওয়ারের নিচতলা ও দোতলার টিভি স্টুডিওর অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়। গভীর রাতে খিলগাঁও-এ রেললাইনে বসানাে মাইন বিস্ফোরণে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। মুক্তিযোেদ্ধারা কুমিল্লার দৌলতপুর, চৌদ্দগ্রাম, নােয়াখালীর পরশুরাম, চট্টগ্রামের বিলােনিয়া, ময়মনসিংহের নকলা ও দিনাজপুরের হিলি প্রভৃতি স্থানে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর আক্রমণ করে। উভয়ের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। | নির্বাচন কমিশন থেকে ঘােষণা করা হয় প্রদেশের আসন্ন উপনির্বাচনে জাতীয় পরিষদে ৫০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে প্রাদেশিক জামায়াতে ইসলামীর প্রধান অধ্যাপক গােলাম আজম, প্রাদেশিক কাউন্সিল মুসলিম লীগ প্রধান খাজা খয়রুদ্দিন, কাউয়ুম লীগের সাধারণ সম্পাদক খান এ. সবুর, জামায়াতের প্রাদেশিক সহকারী আমীর আব্বাস আলী খান ও এ. কে. এম. ইউসুফ রয়েছেন।

সূত্র : দিনপঞ্জি একাত্তর – মাহমুদ হাসান

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!